Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
![]() |
Rabindranath Tagore |
Age Chol Age Chol Bhai Lyrics (আগে চল্ আগে চল্ ভাই)
আগে চল্, আগে চল্ ভাই!
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কিবা ফল ভাই।।
প্রতি নিমেষেই যেতেছে সময়, দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়-
‘সময় সময়’ ক’রে পাঁজি পুঁথি ধ’রে সময় কোথা পাবি বল্ ভাই।।
পিছায়ে যে আছে তারে ডেকে নাও নিয়ে যাও সাথে করে-
কেহ নাহি আসে, একা চলে যাও মহত্বের পথ ধরে।
পিছু হতে ডাকে মায়ার কাঁদন, ছি’ড়ে চলে যাও মোহের বাঁধন-
সাধিতে হইবে প্রাণের সাধন, মিছে নয়নের জল ভাই।।
চিরদিন আছি ভিখারির বেশে জগতের পথপাশে-
যারা চলে যায় কৃপাচোখে চায়, পদধুলা উড়ে আসে।
ধূলিশয্যা ছাড়ি ওঠো ওঠো সবে, মানবের সাথে যোগ দিতে হবে-
তা যদি না পারো চেয়ে দেখো তবে, ওই আছে রসাতল ভাই।।
.


Post a Comment