Aj Nobin Megher Sur Lyrics (আজ নবীন মেঘের সুর লেগেছে)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore


Aj Nobin Megher Sur Lyrics (আজ নবীন মেঘের সুর লেগেছে)

আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে ।
আমার ভাবনা যত উতল হল অকারণে ।।
কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে,
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে ।।
বাঁধনহারা জলধারার কলরোলে
আমারে কোন্‌ পথের বাণী যায় যে ব’লে ।
সে পথে গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষে
চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে ।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes