Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aji Dokhinopobone Lyrics (আজি দক্ষিনপবনে)
আজি দক্ষিনপবনে
দোলা লাগিল বনে বনে ।।
দিক্ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি
অন্তরে ওঠে রনিরনি
বিরহবিহবল হৃৎস্পন্দনে ।। মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে ।।
দোলা লাগিল বনে বনে ।।
দিক্ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি
অন্তরে ওঠে রনিরনি
বিরহবিহবল হৃৎস্পন্দনে ।। মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে ।।


Post a Comment