Kobe Pabo Prabhu Taba Darashan Lyrics (কবে পাবো প্রভু তব দরশন) Song Sung by Srikanta Acharya.

Kobe Pabo Prabhu Taba Darashan Song Info:
Singer: Srikanta Acharya
Kobe Pabo Prabhu Taba Darashan Lyrics
কবে পাবো প্রভু তব দরশন
হরি হরি বলে দুইনয়ন জলে
ধোয়াব তোমার ঐ রাঙা চরণ
কবে পাবো প্রভু তব দরশন ।
মায়ামোহ পাশ সকলই কাটায়ে
অজ্ঞান তিমির জ্ঞানালোকে মিটায়ে
মায়ামোহ পাশ সকলই কাটায়ে
অজ্ঞান তিমির জ্ঞানালোকে মিটায়ে
গুরুপদে করি আত্মসমর্পণ
লভিব পূর্ণ ব্রহ্মজ্ঞান
কবে পাবো প্রভু তব দরশন।
সুখ দুঃখে ভরা অসার সংসার
আমিত্ব অহংকার স্তুতি নিন্দা বিচার
ত্যাজি দ্বিধাদ্বন্দ্ব মান অভিমান
মিলিবে এক প্রেমবন্ধন
হৃদয় স্পন্দনে গাহি গুনগান
নয়ন হেরিয়া ওও রূপমহান
হৃদয় স্পন্দনে গাহি গুনগান
নয়ন হেরিয়া ওও রূপমহান
ডুবে নাম-রসামৃত সাগরে
সার্থক হবে মানব জীবন
কবে পাবো প্রভু তব দরশন ।
তব প্রেমে সব তৃষ্ণা মিটায়ে
হবে আরতি জীবনদ্বীপ জ্বালায়ে
তব প্রেমে সব তৃষ্ণা মিটায়ে
হবে আরতি জীবনদ্বীপ জ্বালায়ে
এ দেহ মন পর্ব সাজায়ে
তব পদে হবে প্রাণ মিলন ।
কবে পাবো প্রভু তব দরশন
হরি হরি বলে দুইনয়ন জলে
ধোয়াব তোমার ঐ রাঙা চরণ
কবে পাবো প্রভু তব দরশন ।

Post a Comment