Aji Heri Shongshar Amritomoy Lyrics(আজি হেরি সংসার অমৃতময়)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore



Aji Heri Shongshar Amritomoy Lyrics(আজি হেরি সংসার অমৃতময়)

আজি হেরি সংসার অমৃতময়।
মধুর পবন, বিমল কিরণ, ফুল্ল বন,
মধুর বিহগকলধ্বনি।।
কোথা হতে বহিল সহসা প্রাণভরা প্রেমহিল্লোল, আহা-
হৃদয়কুসুম উঠিল ফুটি পুলকভরে।।
অতি আশ্চর্য দেখো সবে- দীনহীন ক্ষুদ্র হৃদয়মাঝে
অসীম জগতস্বামী বিরাজে সুন্দর শোভন!
ধন্য এই মানবজীবন, ধন্য বিশ্বজগত,
ধন্য তাঁর প্রেম, তিনি ধন্য ধন্য।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes