Ah Bechechhi Ekhon 2 Lyrics (আঃ বেঁচেছি এখন ২)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore



Ah Bechechhi Ekhon 2 Lyrics (আঃ বেঁচেছি এখন ২)

আঃ বেঁচেছি এখন ।
শর্মা ও দিকে আর নন ।
গোলেমালে ফাঁকতালে পালিয়েছি কেমন ।
লাঠালাঠি কাটাকাটি ভাবতে লাগে দাঁতকপাটি,
তাই মানটা রেখে প্রাণটা নিয়ে সট্‌কেছি কেমন-
আহা সট্‌কেছি কেমন ।
আসুক তারা আসুক আগে, দুনোদুনি নেব ভাগে,
স্যান্তামিতে আমার কাছে দেখব কে কেমন ।
শুধু মুখের জোরে, গলার চোটে, লুট-করা ধন নেব লুটে,
শুধু দুলিয়ে ভুঁড়ি বাজিয়ে তুড়ি করব সর্‌গরম ।
আহা করব সর্‌গরম ।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes