Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aj Akasher Moner Kotha Lyrics (আজ আকাশের মনের কথা)
আজ আকাশের মনের কথা ঝরো ঝরো বাজে
সারা প্রহর আমার বুকের মাঝে ।।
দিঘির কালো জলের ‘পরে
মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সারা প্রহর আমার বুকের মাঝে ।।
আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে ।
ম্লানস্মৃতির বাণী যত
পল্লবমর্মরের মতো
সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
সারা প্রহর আমার বুকের মাঝে ।।
সারা প্রহর আমার বুকের মাঝে ।।
দিঘির কালো জলের ‘পরে
মেঘের ছায়া ঘনিয়ে ধরে,
বাতাস বহে যুগান্তরের প্রাচীন বেদনা যে
সারা প্রহর আমার বুকের মাঝে ।।
আঁধার বাতায়নে
একলা আমার কানাকানি ওই আকাশের সনে ।
ম্লানস্মৃতির বাণী যত
পল্লবমর্মরের মতো
সজল সুরে ওঠে জেগে ঝিল্লিমুখর সাঁঝে
সারা প্রহর আমার বুকের মাঝে ।।


Post a Comment