Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aj Jemon Kore Gaichhe Akash Lyrics (আজ যেমন ক’রে গাইছে আকাশ)
আজ যেমন ক’রে গাইছে আকাশ তেমনি ক’রে গাও গো ।।
আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো ।।
আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো ।।
আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো ।।
আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো ।।


Post a Comment