Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
![]() |
Rabindranath Tagore |
Aj Khela Bhangar Khela Lyrics (আজ খেলাভাঙার খেলা খেলবি আয়)
আজ খেলাভাঙার খেলা খেলবি আয়।
সুখের বাসা ভেঙে ফেলবি আয়।
মিলনমালার আজ বাঁধন তো টুটবে,
ফাগুনদিনের আজ স্বপন তো ছুটবে,
উধাও মনের পাখা মেলবি আয়।
অস্তগিরির ওই শিখরচুড়ে
ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে।
কালবৈশাখীর হবে-যে নাচন,
সাথে নাচুক তোর মরণবাঁচন,
হাসিকাঁদন পায়ে ঠেলবি আয়।


Post a Comment