Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aj Prothom Phuler Lyrics (আজ প্রথম ফুলের পাব)
আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি, তাই ভোরে উঠেছি।
আজ শুনতে পাব প্রথম আলোর বাণী, তাই বাইরে ছুটেছি।।
এই হল মোদের পাওয়া, তাই ধরেছি গান-গাওয়া,
লুটিয়ে হিরণ-কিরণ-পদ্মদলে সোনার রেণু লুটেছি।।
আজ পারুলদিদির বনে মোরা চলব নিমন্ত্রণে,
চাঁপা-ভায়ের শাখা-ছায়ের তলে মোরা সবাই জুটেছি।
আজ মনের মধ্যে ছেয়ে সুনীল আকাশ ওঠে গেয়ে,
আজ সকালবেলায় ছেলেখেলার ছলে সকল শিকল টুটেছি।।
.


Post a Comment