Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aj Shraboner Amontrone Lyrics (আজ শ্রাবণের আমন্ত্রণে)
আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষনে ক্ষনে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।
ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে,
চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে ।।
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন্ কালের পানে ছুটে ।।
দুয়ার কাঁপে ক্ষনে ক্ষনে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।
ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে,
চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে ।।
প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন্ কালের পানে ছুটে ।।


Post a Comment