Aji Borsha Rater Shese Lyrics (আজি বর্ষারাতের শেষে)

Rabindrasangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স




Aji Borsha Rater Shese Lyrics(আজি বর্ষারাতের শেষে)

আজি বর্ষারাতের শেষে
সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।।
বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়,
রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে ।।
এই ঘাসের ঝিলিমিলি,
তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি ।
মাটির প্রেমে আলোর রাগে রক্তে আমার পুলক লাগে-
বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে ।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes