Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Achho Antare Chirodin Lyrics (আছ অন্তরে চিরদিন)
আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?।
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?।
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে?।


Post a Comment