Ajke More Bolo Na Lyrics (আজকে মোরে বোলো না কাজ করতে)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore

Ajke More Bolo Na  Lyrics (আজকে মোরে বোলো না কাজ করতে)


আজকে মোরে বোলো না কাজ করতে,
যাব আমি দেখাশোনার নেপথ্য আজ সরতে
ক্ষণিক মরণ মরতে ।।
অচিন কুলে পাড়ি দেব, আলোকলোকে জন্ম নেব,
মরণরসে অলখঝোরায় প্রাণের কলস্‌ ভরতে ।।
অনেক কালের কান্নাহাসির ছায়া
ধরুক সাঝেঁর রঙিন মেঘের মায়া ।
আজকে নাহয় একটি বেলা ছাড়ব মাটির দেহের খেলা,
গানের দেশে যাব উড়ে সুরের দেহ ধরতে ।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes