Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
![]() |
Rabindranath Tagore |
Agroho Mor Odhir Oti Lyrics (আগ্রহ মোর অধীর অতি)
অর্জুন । আগ্রহ মোর অধীর অতি-
কোথা সে রমনী বীর্যবতী ।
কোষবিমুক্ত কৃপাণলতা-
দারূণ সে, সুন্দর সে
উদ্যত বজ্রের রুদ্ররসে-
নহে সে ভোগীর লোচনসভা,
ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।।
কোথা সে রমনী বীর্যবতী ।
কোষবিমুক্ত কৃপাণলতা-
দারূণ সে, সুন্দর সে
উদ্যত বজ্রের রুদ্ররসে-
নহে সে ভোগীর লোচনসভা,
ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।।


Post a Comment