Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aji Pronomi Tomare Lyrics (আজি প্রণমি তোমারে)
বিভাস । একতাল
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে ।
তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে ।।
হৃদয়দেবতা রয়েছে প্রাণে মন যেন তাহা নিয়ত জানে
পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে ।।
সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান,
সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাজে ।
নিমেষে নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে
সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে ।।


Post a Comment