Aji Enechhe Tahari Lyrics (আজি এনেছে তাঁহারি আশীর্বাদ)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Aji Enechhe Tahari Lyrics | আজি এনেছে তাঁহারি আশীর্বাদ

আজি এনেছে তাঁহারি আশীর্বাদ প্রভাতকিরণে ।
পবিত্র করপরশ পেয়ে ধরণী লুটিছে তাঁহারি চরণে ।।
আনন্দে তরুলতা নোয়াইছে মাথা, কুসুম ফুটাইছে শত বরনে ।।
আশা উল্লাসে চরাচর হাসে-
কী ভয়, কী ভয়, দুঃখ-তাপ-মরণে ।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes