Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স
Aji Jhoro Jhoro Mukhoro Lyrics (আজি ঝর ঝর মুখর বাদলদিনে)
আজি ঝর ঝর মুখর বাদল দিনে
জানি নে, জানি নে কিছুতেই কেন মন লাগে না ।।
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ঐ বলাকার পথখানি নিতে চিনে ।।
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান ।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে ।।


Post a Comment