Aji Oi Akash Pore Lyrics (আজি ওই আকাশ পরে সুধায় ভরে)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore



Aji Oi Akash Pore Lyrics (আজি ওই আকাশ পরে সুধায় ভরে)

আজি ওই আকাশ-‘পরে সুধায় ভরে আষাঢ়-মেঘের ফাঁক ।
হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ ।।
একি হাসির বাঁশির তান, একি চোখের জলের গান-
পাই নে দিশে কে জানে সে দিল আমায় ডাক ।।
আমায় নিরুদ্দেশের পানে কেমন করে টানে এমন করুণ গানে ।
ওই পথের পারের আলো আমার লাগলো চোখে ভালো,
গগনপারে দেখি তারে সুদূর নির্বাক ।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes