Aji Unmad Modhunishi Lyrics (আজি উন্মাদ মধুনিশি ওগো)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore


Aji Unmad Modhunishi Lyrics (আজি উন্মাদ মধুনিশি ওগো)


আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বলি
চৈত্রনিশীথশশী।।
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়ণতলে
কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে
কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে।
শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতূক দেখিতেছে একা বসি
চৈত্রনিশীথশশী।
মোরে দেখো চাহি- কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে
নৈশ পবণ কাঁদে।
তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি
চৈত্রনিশীথশশী।


.



Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes