Akashtole Dale Dale Lyrics (আকাশতলে দলে দলে)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore


Akashtole Dale Dale Lyrics (আকাশতলে দলে দলে)

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
‘আয় আয় আয়’ ।।
জামের বনে আমের বনে রব উঠেছে তাই-
‘যাই যাই যাই’ ।
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
পাতায় পাতায় ।।
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়-
‘আয় আয় আয়’ ।
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই-
‘যাই যাই যাই’ ।
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
পাল তোলা পাখায় ।।



Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes