Akash Hote Akash Pothe Lyrics(আকাশ হতে আকাশ পথে)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore

Akash Hote Akash Pothe Lyrics(আকাশ হতে আকাশ পথে)

আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো।
আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।।
দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে,
সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত।
ওই নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
চিরদিনের কান্নাহাসি উঠছে ভেসে রাশি রাশি-
এ-সব দে খতেছে কোন্‌ নিদ্রাহারা নয়ন অবনত।
ওগো, সেই নয়নে নয়ন আমার হোক না নিমেষহত-
ওই আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes