Akash Jure Shuninu Oi Baje Lyrics (আকাশ জুড়ে শুনিনু ওই বাজে)

 

Rabindra Sangeet Lyrics | রবীন্দ্র সঙ্গীত লিরিক্স


Rabindranath Tagore

Akash Jure Shuninu Oi Baje  Lyrics (আকাশ জুড়ে শুনিনু ওই বাজে)

আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে।।
সে নামখানি নেমে এল ভূঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে- আপন আমার আপনি মরে লাজে ।।
মন মিলে যায় এই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে ।
অমনি করে আমার এ হৃদয় তোমার নামে হোক-না নামময়,
আধাঁরে মোর তোমার আলোর জয় গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে ।।

Post a Comment

Copyright (c) 2020 Best Lyrics All Right Reseved

Distributed by Gooyaabi Templates | Designed by OddThemes